স্টলের পাশেই জামদানি শাড়ি বোনার কাজ করছিলেন কারিগর জাহাঙ্গীর আলম। প্রদর্শনী কেন্দ্রের এদিকে যারা এসেছেন তাদের অনেকেই ঢু মেরেছেন সেখানে। বুননের সময় তৈরি করতে থাকা শাড়ি নেড়েচেড়েও দেখেছেন কেউ কেউ। আর পাশেই তার সহকর্মীরা স্টলে দর্শনার্থী-ক্রেতাদের দেখাচ্ছিলেন রঙিন সব শাড়ি।
মঙ্গলবার বিকালে ঢাকার পূর্বাচলে হস্তশিল্প প্রদর্শনীতে গিয়ে দেখা মিলল জামদানির এ কারিগরের শাড়ি তৈরি করার কর্মযজ্ঞ।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নামে বাণিজ্য মেলার স্থায়ী কেন্দ্রে ৫ দিনের এ মেলার আয়োজন করেছে। মঙ্গলবার শুরু মেলা শনিবার পর্যন্ত চলবে। বিনা টিকেটে উন্মুক্ত এ মেলা প্রতিদিন খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা; সাপ্তাহিক ছুটির দিনে চলবে রাত ৮টা পর্যন্ত।