11.6 C
New York
Thursday, November 21, 2024
spot_img

ডিমের বাজার ফের অস্থির, ‘দামের এসএমএস’ এখনও

কোরবানির ঈদের সপ্তাহান্তে ডিমের দাম ফের চড়েছে। ব্যবসায়ীরা এর কারণ হিসেবে চাহিদা-যোগানের পুরনো তত্ত্ব হাজির করলেও খামারিরা দেখছেন ‘সিন্ডিকেটের’ হাত।

ঈদের সময় ডিমের দাম ২ টাকা করে কমলেও এক সপ্তাহ পর দাম বেড়েছে দেড় টাকা করে। সোমবার একটি ডিম কিনতে ভোক্তাদের গুনতে হয়েছে সাড়ে ১৪ টাকা।

ব্যবসায়ীরা জানান, ঈদের আগে ১০০ ডিমের দাম ছিল ১২৫০ টাকা। আর ঈদের সময় থেকে পরবর্তী পাঁচ দিন দাম নেমেছিল ১০৫০ টাকায়। তবে রোববার থেকে দুই দিনে ১০০ টাকা বেড়ে হয়েছে ১১৫০ টাকা।

ঢাকার তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় ডজন হিসাবে ১৬০ টাকায় এবং হালি হিসাবে ৫৫ টাকা দরে ডিম বিক্রি করছেন ওয়াজউদ্দিন।

তিনি বলেন, “এখন ডিমের দাম আগের মত একটু বাড়তেছে। তেজগাঁওয়ে পাইকারিতে লাল ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, আর সাদা ডিম ১৪০ টাকায়।”

তেজগাঁও রেলগেইট এলাকা থেকে বেছে বেছে ভাঙা ডিম খুঁজছিলেন আঁখি আক্তার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভালো ডিমের দাম তো বেশি। তাই ভাঙ্গা ডিম নিমু। একটু পরতা পরব। ফার্মগেটের এদিকে একটা মেসের জন্য ভাঙ্গা ডিম খুঁজতাছি। এগুলা আবার বেশিদিন রাখাও যায় না।”

আঁখি ৪৫টি ভাঙা ডিম কিনেছেন ৩৩০ টাকা দিয়ে। সেই হিসাবে প্রতিটি ডিমের দাম পড়ে সাড়ে সাত টাকা করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর