বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উদ্ভাবন বাড়ানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তন ঠেকানোর কাজও সহজ করে তুলবে।
তবে, এক্ষেত্রে এআই প্রযুক্তিকে অবশ্যই ‘ভালো মানসিকতাওয়ালা মানুষ দিয়ে ব্যবহার করানো উচিৎ’ বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের এই সহপ্রতিষ্ঠাতা।
সম্প্রতি লন্ডনে আয়োজিত ‘ব্রেকথ্রু এনার্জি সামিট’-এ স্কাই নিউজের সঙ্গে সাক্ষাৎকারের সময় এমন মন্তব্য করেন গেটস।
তিনি বলেন, এখন পর্যন্ত জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ‘কিছুটা বিনয়ী ভূমিকা পালন করেছে’ এআই। তবে, এর মাধ্যমে বিভিন্ন উদ্ভাবন ‘আগের চেয়ে সহজ’ হয়ে উঠবে।
“এআইয়ের সহায়তায় আমরা বিজ্ঞানের বিভিন্ন বিষয়াদি মডেলিং করতে পারি, যার মধ্যে রয়েছে বিভিন্ন উপাদান ও প্রভাবক সম্পর্কে আরও ভালোভাবে বোঝা ও কীভাবে প্রোটিন তৈরি করা যায়, সে বিষয়টিও,” বলেন তিনি।
“সকল ক্ষেত্রেই উদ্ভাবনের মাত্রা বাড়িয়ে দেবে এআই। সেটা ওষুধ খাত বা পড়াশোনায় সহায়তা করা, যাই হোক না কেন।”
“জলবায়ু পরিবর্তনের ফলে ফিউশন শক্তি মডেলিংয়ের মতো কাজগুলো জটিল হয়ে উঠেছে। তবে ঈশ্বরকে ধন্যবাদ, এআই এ কাজ আরও সহজ করে তুলবে।”